ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম | নারী পুরুষ উভয়ের মধ্যে যাদের ১৮ বছর হয়েছে, এবং ভোটার হয়েছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রত্যেকেরই রয়েছে একটি করে ভোটার আইডি কার্ড। সরকারি বেসরকারি বিভিন্ন কাজে যেটি ভীষণ গুরুত্বপূর্ণ। আর বিভিন্ন সময় এটি চেক করা খুব জরুরি হয়ে দাঁড়ায়। তো চলুন আজকে মোট ৪ টি উপায়ে জেনে নেওয়া যাক কিভাবে ভোটার আইডি কার্ড চেক করতে হয়।
১. ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনার ভোটার আইডি কার্ড চেক করবেন।
আমাদের দেশের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে ভোটার আইডি কার্ড চেক করা যায়। আপনার ভোটার আইডি কার্ডের যাবতীয় তথ্য সঠিক কিনা তা যাচাইয়ের জন্যে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নিচের ধাপগুলো ফলো করুন:
- প্রথমেই ক্লিক করুন নিচের দেওয়া লিংক এ https://ldtax.gov.bd/citizen/register।
- .ক্লিক করার পর ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নাগরিক কর্নার মেনু দেখতে পাবেন। এবার সেখানে প্রবেশ করুন।
- এখন প্রথমে আপনার একটি মোবাইল নাম্বার দিন। এই মোবাইল নাম্বারটির মাধ্যমে মূলত ওটিপি যাচাই করা হয় (নিবন্ধন সম্পন্ন না হলে)।
- এবার আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দিয়ে জন্ম (নিবন্ধন) তারিখ সিলেক্ট করুন(জাতীয় পরিচয় পত্র অনুযায়ী)।
অর্থাৎ, “মোবাইল নাম্বার→জাতীয় পরিচয় পত্র নাম্বার→জন্ম তারিখ ” -এভাবে ইনফোগুলো দিয়ে পুনরায় আরেক বার চেক করে নিন। চেক করা হলে ক্লিক করুন “পরবর্তী পদক্ষেপ” অপশনটিতে।
এবার একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পরই আপনার জাতীয় পরিচয় পত্রের ব্যক্তির নাম সহ তার পিতা মাতার নাম এবং জন্ম তারিখ ও তার সাথে ছবি চলে আসবে। উপরে উল্লেখিত পদ্ধতিটির সাহায্যে আপনি ভূমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ছবিসহ আপনার ভোটার আইডি কার্ডের সমস্ত তথ্য( আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ ব্যতীত) যাচাই করতে পারবেন।
বুঝতে সমস্যা হলে নিছের চবি দেখুন।
২. ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম মোবাইল অ্যাপ দিয়ে
মোবাইল অ্যাপ দিয়ে আপনার ভোটার আইডি কার্ড চেক করার জন্যে আপনার দরকার একটি Android মোবাইল। তারপর ধাপে ধাপে নিচের কাজগুলো সম্পন্ন করুন:
- প্রথমেই Google Play Store থেকে Install করুন NID Checker-BD অ্যাপটি।
- এখন আপনার NID নাম্বার এবং আপনার একটি মোবাইল নম্বর লিখুন।
- এবার আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন।
- পরিশেষে ভেরিফাই বাটনটিতে ক্লিক করে ছবিসহ আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য চেক করতে পারবেন।
- নিছের চবি দেখুন।
৩. ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম NIDW এর ওয়েবসাইট থেকে
ক. প্রথমেই services.nidw.gov.bd এই লিংকে ক্লিক করুন।
খ. এখন আপনার NID নাম্বার, মোবাইল নাম্বার,জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করুন।
গ. এবার NID Wallet অ্যাপ দিয়ে আপনার Face Verification সম্পন্ন করুন।
ঘ. ফেস ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে আপনার একাউন্টের Password সেট করুন।
ঙ. পরিশেষে লগ ইন করুন এবং প্রোফাইল অপশন থেকে NID Card চেক করুন।
৪.১০৫ নাম্বারে এসএমএস করে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
ভোটার আইডি কার্ডের সকল তথ্য ১০৫ নাম্বারে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই যাচাই করা যায়।
যাচাইয়ের জন্যে কিছু ধাপ ফলো করুন:
- প্রথমেই আপনি “NID” টাইপ করুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে।
- এবার স্পেস দিয়ে লিখুন Form No./NID Number।
- পুনরায় স্পেস দিয়ে DD-MM-YYYY -এই ফরমেটে আপনার জন্ম তারিখ লিখে তা সেন্ড করে দিন 105 নাম্বারে। ব্যাস! হয়ে গেলো।
টেমপ্লেট এবং উদাহরণ:
→”NIDFORM NODD-MM-YYYY”
→NID 123456789 18-8-1996
এখন এই এসএমএসটি সেন্ড করে দিন ১০৫ নাম্বারে।
তারপর ২৪ ঘন্টার মধ্যেই NID service থেকে প্রাপ্ত SMS এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে বলে মনে করছি । নেটওয়ার্কের বিভিন্ন সমস্যার কারণে দেখায় যায় অনেক সমশ এসএমএস পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি এই নিবন্ধনে দেওয়া অন্য পদ্ধতিগুলোও ব্যবহার করতে পারেন। আর নতুন ভোটারদের ক্ষেত্রে ব্যপারটা হচ্ছে নিবন্ধন হওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই ১০৫ নাম্বার থেকে জানিয়ে দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বারটি।
শেষ কথা, উপরের পদ্ধতিগুলো ফলো করে আপনি সহজেই আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো চেক করতে পারেন। আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে হেল্প করবে।